মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় আদালতের আইনকে উপেক্ষা করে জমি জবর দখলের পাঁয়তারা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫

ডুমুরিয়ায়  আদালতের আইনকে উপেক্ষা করে  জমি জবর দখলের পাঁয়তারা
শাহজাহান জমাদ্দার, ডুমুরিয়াঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বামুন্দিয়া  গ্রামের শাহজাহান ফকির নামে এক অসহায় কৃষকের   যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে একই এলাকার স্থানীয় সন্ত্রাসী   পেটুয়াবাহিনীর গডফাদার হাসান ফকির,কামাল ফকির,জাহাঙ্গীর হুসাইন লিটন ফকির গংদের বিরুদ্ধে।

সরেজমিন তথ্য সূত্রে ও মামলার আরজি সূত্রে জানা যায়, উপজেলার বামুন্দিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা শাহজাহান ফকির নামে এক অসহায় কৃষকের যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা সম্পত্তি বহিরাগত সন্ত্রাসী পেটুয়া বাহিনীর দ্বারা জবরদখলের পাঁয়তারা করছেন।

ভুক্তভোগী শাহজাহান ফকির প্রতিবেদককে বলেন,প্রভাবশালী ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনীর গডফাদার হাসান ফকির  ক্ষমতাধর একটি মহলকে সুকৌশলে কব্জা করে তাদের সাথে বিভিন্ন দেনদরবার করে  যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা আমার সম্পত্তি জবর দখলের পাঁয়তারা করছে। এমনকি সন্ত্রাসের এই গডফাদার হাসান ফকির, কামাল ফকির,জাহাঙ্গীর হুসাইন লিটন গংরা তাদের পেটুয়া বাহিনী দ্বারা মহামান্য আদালতকে অমান্য করে আমার ভোগদখলে থাকা জমি জবর দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

শাহজাহান ফকির আরোও বলেন, আমি বিদ্যমান এই বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান, থানা প্রশাসন সহ বিভিন্ন মহলে গিয়েও সঠিক বিচার পাইনী,এখন আমি এবং আমার পরিবার প্রতিনিয়ত সন্ত্রাসী বাহিনীর গডফাদার এই হাসান ফকির গংদের তান্ডবের ভয়ে মানবেতর জীবন যাপন করছি।তার রয়েছে  ১০/১৫ জনের একটি সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী। এ সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল,হুমকী-,ধামকী, মারধোর,মিথ্যা মামলা দিয়ে হয়রানী, এমনকি স্থানীয় অনেকেই হাসান ফকির গংদের লাঞ্চিতের স্বীকার হয়ে থাকে। এসব সন্ত্রাসী বাহিনীর বলয় তৈরি করে পরিচালনা করেন বিভিন্ন সিন্ডিকেট, তাদের ভয়ে স্থানীয় অনেকেই এলাকা ছেড়েছেন, কথিত আছে এলাকায় আসতে হলে হাসান ফকির গংদের দিতে হবে চাঁদা।দায়িত্বশীল সূত্রে  আরো জানা যায়,  পৈত্রিকসূত্রেপ্রাপ্ত বামুন্দিয়া  মৌজায় বিআরএস ৪৪২ ও ৪৪৩ নং খতিয়ানে ৮৮৬ নং দাগে ৭ শতক জমি যুগ যুগ ধরে  ভোগদখল করে আসছেন ভুক্তভোগী অসহায় কৃষক শাহজাহান ফকির ।তবে গত ১৮ জানুয়ারী ২০২৫ ইং শনিবার আনুমানিক সকাল ৮ টায় হঠাৎ করে এ জমির দাবি করছেন হাসান ফকির, কামাল ফকির,জাহাঙ্গীর হুসাইন লিটন  গংরা। এ নিয়েই চলছে  পাল্টাপাল্টি দখলের পাঁয়তারা।শাহজাহান ফকির  জানান আমাদের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খুলনা মামলা নং- ২৮৯০/২৪, ১৪৪/১৪৫  এ নিষেধাজ্ঞা থাকার পরেও, উচ্চ আদালতের রায় কে অবমাননা করে প্রভাবশালী  সন্ত্রাসী পেটুয়াবাহিনীর কমান্ডার হাসান ফকির গংরা  বার বার জমি জবর দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।বিষয়টি নিয়ে একাধিক বার অভিযোগ করা হয়েছে,অভিযোগের ভিত্তিতে দু'পক্ষ বসে কোন সিন্ধান্ত নেওয়া হলে  সেটা অবমাননা করে লঙ্ঘন করে বার বার দখলের চেষ্টা করেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে,সন্ত্রাসী হাসান ফকির গংদের মুঠো ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
0 Comments